কক্সবাজার মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নির্বাচন অফিস কর্মকর্তা নিহত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহমান উখিয়ার মরিচ্যা এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন।

রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের জাহাজপুরা অংশের মেরিন ড্রাইভ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন মানিক।

তিনি বলেন, টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের জাহাজপুরা অংশের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান নামে এক যুবক নিহত হন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm