কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় প্রবাহমান খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ৮১টি পিলার উচ্ছেদ এবং বেশ কয়েকটি বালিভর্তি জিওব্যাগ কেটে দেওয়া হয়।
রোববার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দরিয়ানগর ব্রিজের নিচ দিয়ে প্রবাহমান বড়ছড়া নামের খালের ওপর কংক্রিটের পিলার দিয়ে বাঁধ তৈরি করে খালের পানির চলাচল আটকে খাল দখলের জন্য নির্মিত ৮১টি পিলার উচ্ছেদ এবং বেশ কয়েকটি বালিভর্তি জিওব্যাগও কেটে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মুসাইব ইবনে রহমান, সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
ডিজে