সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহতের নাম মাহফুজুর রহমান (২৯)। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মাদিয়াপাড়া গ্রামের মো. আব্দুল লতিফ শেখের ছেলে। আবুল খায়ের টোবাগো কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি।

শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকানের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে একটি বাইক নিয়ে মাহফুজ কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের মৌলভীর দোকান পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট-১৮-১৭০৭) নম্বরের একটি কাভার্ড ভ্যান বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং ভ্যানটি জব্দ করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, কাভার্ডভ্যানের চাপায় এক বাইক আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়িটির চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm