প্রকৃতির মাঝে ফিরে যাওয়া আমাদের জন্য খুব জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শিল্পী ফারজানা ইয়াসমিনের একক চিত্রপ্রদর্শনী ‘মিথ অব নেচার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন প্রকৃতিপ্রেমী ছিলেন। প্রকৃতিপ্রেমী মানুষ হিসেবে প্রধানমন্ত্রী ও তার বাবা শীর্ষে।’
চিত্রপ্রদর্শনী নিয়ে তিনি বলেন, ‘শিল্পী ফরিদা ইয়াসমিন এখানে কল্পনার সংমিশ্রণ ঘটিয়েছেন। প্রকৃতির বিভিন্ন বিষয়গুলোকে নানাভাবে ভাবা ও সেটার তার চিত্রে নিয়ে আসায় হল শিল্প। তার ক্যানভাস অত্যন্ত বিস্তৃত।’
স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ড. মনোরঞ্জন ঘোষাল বলেন, ‘শিল্প হল আদি এবং প্রাচীনতম। আদিতে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করার জন্য শিল্পচর্চা করতেন। পৃথিবীর আদিমতম শিল্প হল চিত্রকর্ম। চিত্রকর্ম সবসময় অসাধারণ কাজ। রং-তুলিতে একটা ছবি কিভাবে ফুঁটে ওঠে সেটা এখানে দেখলাম।’
এই সময় বক্তব্য রাখেন পৃথিবী আটর্স অ্যান্ড কালচারাল সেন্টার দিল্লির সভাপতি সংগীতা, একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. ফরিদা জামান।