চট্টগ্রাম নগরীর ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) মুকুল চাকমাকে পাথর মারার ঘটনায় আটক ১৬ শিবিরের নেতাকর্মীর ১৫ জনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আটককৃতদের মধ্যে একজন পরীক্ষার্থী হওয়ায় তার রিমান্ড নামন্জ্ঞুর করা হয়।
বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এই আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন আকিফ ইবনে ইউনুস, মারুফ ওরফে গোফরান, ফরহাদ রেজা, জাহিদুল ইসলাম, মো. সাগর, সাজিদুর রহমান, মিজানুর রহমান, আবু ইউসুফ, মো. ইব্রাহিম, মো. হাসান, আবু হুজাইফা, নুর নবী, লোকমান হোসেন, মিজানুর রহমান ও ফেরদৌস আহমেদ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার(প্রসিকিউশন) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
গত শুক্রবার জুমার নামাজের পর নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নগর শাখার নেতাকর্মীরা। চৌমুহনী মোড়ে পুলিশ বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এই সময় জামায়াত শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী পুলিশের একটি গাড়ি সামনে পেয়ে তাতে হামলা চালায়। ওই গাড়ির ভেতরে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুল চাকমা ছিলেন। তিনি গাড়ি থেকে বের হলে তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন কর্মীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বিএস/ডিজে