সংযুক্ত আরব আমিরাতে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি এবার বিএনপির হয়ে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন ‘ধানের শীষে’ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
সোমবার (১৬ জুন) আবুধাবিতে প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শাকিলা ফারজানা বলেন, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের ওপর অনেকের নজর থাকে। যাকে আমরা শকুনের দৃষ্টি বলি। এ রাষ্ট্রকে সবাই ব্যবহার করে, এ ব্যবহৃত সিঁড়িটার জন্য অনেক ষড়যন্ত্র থাকে। বাংলাদেশ কিন্তু এ স্বৈরাচারের পতনের পরেও ষড়যন্ত্র মুক্ত নয়। দেশে এখনো অনেক রকম ষড়যন্ত্র চলছে।
তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্র মুক্ত করার জন্য আমাদের আরও অনেক সংগ্রাম বাকি আছে, সমন্বিত সংগ্রামের মাধ্যমেই আমরা বাংলাদেশকে ষড়যন্ত্র মুক্ত করতে পারি। প্রবাসীরা রেমিট্যান্স না পাঠিয়ে স্বৈরাচারের পতনে যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের অর্থনীতিতে একদিনে প্রবাসী ভাইয়েরাই ধস নামিয়ে দিয়েছেন। আপনাদের মত শ্রেষ্ঠ যোদ্ধা আর কেউ নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা যুদ্ধ করেছেন।
প্রবাসীযোদ্ধা ভাইদের কাছে আবেদন করে তিনি বলেন, হাটহাজারী থেকে আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমার জন্য অনলাইনে অবশ্যই আমার নমিনেশনের জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের কাছে আবেদন জানাবেন। আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের যে অপূর্ণ স্বপ্নগুলি আছে, সে স্বপ্নগুলি পূরণ করে হাটহাজারীকে একটি মডেল হাটহাজারী রূপান্তরিত করতে চাই আমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছা আল মাহমুদ চৌধুরী। হাবিবুর রহমান ও মোহাম্মদ শাহাজান যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী সালাহউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন সিনিয়র সহ সভাপতি ও আবির বিজনেস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সৈনিক, বিএনপি সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী, সদস্য শেখ শহীদুল্লাহ ইসলাম, নজুরুল ইসলাম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, মুরশেদ আলম, শফিউল, জানে আলম, আবু রাসেল সোহল, মোহাম্মদ কামাল, মাহবুব আলম, জসিম উদ্দিন, জাহেদ হোসেন, আমেনা বেগম, আব্দুসালাম মাসুদ, এজাজ, শাকিল।
ব্যারিস্টার শাকিলা ফারজানা সাবেক হুইপ এবং চট্টগ্রামের হাটহাজারীর সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা।