চট্টগ্রামের উত্তর কাট্টলী ইশান মহাজন সড়কের দাশ বাড়ি সংলগ্ন উত্তর কাট্টলী সার্বজনীন মহাশ্মশানের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি সমীরণ দত্ত, সাধারণ সম্পাদক টুনটু দাশ বিজয় এবং অর্থ সম্পাদক হয়েছেন সুব্রত দে।
মঙ্গলবার (১৭ জুন) মহাশ্মাশানের নতুন এ কমিটি গঠন করা হয়।
সাবেক সভাপতি সুবাস দাশের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শিপলু বিশ্বাস শিপুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অনিল দে, বিধু কর্মকার, সদ্বীপ দে, বিধান নন্দী, প্রবীর দত্ত মিঠু, রঞ্জন দাশ, শিক্ষিকা সবিতা বিশ্বাস, সুমন চৌধুরী, জুয়েল শীল।
সভায় বক্তরা বলেন, বহু ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে এই শ্মশানের আজ এতটুকু উন্নয়ন হয়েছে। সেই ধারাকে অব্যাহত রাখতে আগামীতে যারা নতুন নেতৃত্বে আসবে, তারা আরও বলিষ্ট ভূমিকা রাখবে বলে আশা করছি।
সভা শেষে সমীরণ দত্তকে সভাপতি, টুনটু দাশ বিজয়কে সাধারণ সম্পাদক ও সুব্রত দে-কে অর্থ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা হয়।