s alam cement
আক্রান্ত
৪৮৮৮৭
সুস্থ
৩৫৮৯৭
মৃত্যু
৪৯৭

ইটভাঙার মেশিন গাড়ির চাপায় প্রাণ গেল শ্রমিকের

0

চট্টগ্রামের পটিয়ায় ইটভাঙার মেশিন বহনকারী গাড়ির চাপায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত শ্রমিক মো. সোহেল (২৩) ভোলা জেলার লালমোহন থানার ভাঙাপোল এলাকার পাঁচতান বাড়ির কবীর হোসেনের ছেলে।

রোববার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, কুসুমপুরা এলাকা থেকে কাজ সেরে যাওয়ার পথে শান্তিরহাট এলাকায় আসলে ইটভাঙার মেশিন বহনকারী গাড়ি উল্টে চাপা পড়ে আহত হন শ্রমিক সোহেল। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm