s alam cement
আক্রান্ত
৪৮৮৮৭
সুস্থ
৩৫৮৯৭
মৃত্যু
৪৯৭

চাঁদের গাড়ি ও বাইক সংঘর্ষে পা ভাঙলো পুলিশ সদস্যের

0

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের টাইগার টিলা নামক স্থানে চাঁদের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্য মো. জিয়াউর রহমান জিয়া (৪০) সাজেক থানায় কর্মরত।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে এই দূর্ঘটনা ঘটে। সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পুলিশ সদস্য মো. জিয়াউর রহমান মোটরসাইকেলে করে বাঘাইহাট থেকে সাজেক যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিয়াউর রহমানের ডান পা ভেঙ্গে গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

এদিকে, ঘাতক চাঁদের গাড়ি ও হেলফারকে দিঘিনালা থানা পুলিশ আটক করলেও চালক আবু হানিফ পালাতক রয়েছে বলে জানান ওসি।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm