s alam cement
আক্রান্ত
৪৮৮৮৭
সুস্থ
৩৫৮৯৭
মৃত্যু
৪৯৭

এবার হিন্দু পাড়ায় হামলার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা—আহত ১৮

প্রতিবাদে মানববন্ধন

0

কক্সবাজার সদরের ইসলামাবাদ হিন্দু পাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় ইসলামাবাদ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সুমন কান্তি দেসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিকালে পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

ঘটনায় সুমন কান্তি দে ছাড়াও আহতরা হলেন- জবা রানী দে, বকুল বালা দে, লেডু রানী দে, স্বপ্না রানী দে, স্বপ্না রানী, দিলীপ দে টুলু, কাজল কান্তি দে, শয়ন কান্তি দে, রনি দে, নারায়ন দে, প্রণব দে, সাধন কান্তি দে, স্বাগত রানী দে, শিখা রানী দে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ইসলামাবাদ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সুমন কান্তি দে বলেন, স্থানীয় হিন্দু পাড়ায় একটি সামাজিক বৈঠক চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল মেম্বারের নেতৃত্বে ১০/১৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় ও কয়েকটি বাড়িঘর ভাংচুর করে। এ সময় তিনিসহ অন্তত ১৮ জন আহত হন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম জানান, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে পৌরসভার সামনে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্টিত হয়। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সনজিত চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক ট্রাস্টি বাবুল শর্মা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, বলরাম দাশ অনুপম, এডভোকেট বাপ্পি শর্মা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মিটন পাল, যুগ্ম আহবায়ক বাবলা পাল, শিপন পাল প্রমুখ।

Din Mohammed Convention Hall

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm