চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ৫ তলা ভবনের ছাদে একটি ঝুটের গোডাউন আগুনে জ্বলছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশের একটি ৫ তলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান, ইপিজেডের ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশের একটি ৫ তলা ভবনের ছাদে থাকা ঝুটের গোডাউনে আগুন লাগে। খরব পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরও জানান, কি কারণে আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে আসার পর বলা যাবে। এখনও হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
আরএ/এমএহক