ঈদে মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে এক শিশু। মঙ্গলবার (১৮ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী হযরত কাঙ্গালি শাহ্ (রা.) মাজার সংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু মো. ইমাম হোসাইন আবির (৯) উপজেলার দক্ষিণ পোমরা মতোয়াল্লী পাড়ার প্রবাসী মুহাম্মদ সৈয়দুর রশীদের একমাত্র সন্তান।
জানা যায়, মো. ইমাম হোসাইন আবির নানার বাড়ির ৩ জন ছেলের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এসময় ইমামের মামাকে দেখে ভয়ে ৩ জন নদী থেকে উঠে আসলেও আবির নদীতে থেকে যায়। তাকে দেখতে না পেয়ে এক পর্যায়ে তার মামা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তার কোন খোঁজ না পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হলেও নদীতে নেমে উদ্ধার কার্যক্রম চালানোর মত তাদের কোনো সরঞ্জাম না থাকায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে ডুবুরি একটি টিম হাজির হয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সন্ধ্যা ৭টায় রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকলেও নিখোঁজ ইমামের খোঁজ মেলেনি।
এসএ