চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সাথে পেট্রোলিয়াম কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীককে সেতু বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সেতু বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ বেলায়েত হোসেন ৩১ মে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
এদিকে, চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।
এমএহক