কক্সবাজারের উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার দু’জন হলেন—উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন টিপু (৩২) ও জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. কামাল উদ্দিন চৌধুরী (২৬)।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
ডিজে