পটিয়া হাসপাতালে ২২০ টাকায় মিলবে আল্ট্রাসনোগ্রাফি, ৩৫০ টাকায় ব্লাড ট্রান্সফিউশন

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৩৩ বছর পর চালু হলো আল্ট্রাসনোগ্রাফি ও ব্লাড ট্রান্সফিউশন (রক্ষ সঞ্চালন) সেবা। এখন থেকে ২২০ টাকায় আল্ট্রাসনোগ্রাফি করতে পারবেন প্রসূতি মায়েরা। একইসঙ্গে ৫০০ টাকায় কেবিনে থেকে ও ৩৫০ টাকায় কেবিন ছাড়া ব্লাড ট্রান্সফিউশন সেবা পাওয়া যাবে।

পটিয়া হাসপাতালে ২২০ টাকায় মিলবে আল্ট্রাসনোগ্রাফি, ৩৫০ টাকায় ব্লাড ট্রান্সফিউশন 1

শনিবার (২৪ মে) দুপুরে হাসপাতালে দুই সেবা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এর আগে সকাল থেকে শুরু হয় পটিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিয়ে মাসিক সভা। এতে সিভিল সার্জন সভাপতিত্ব করেন। এর আগে গত মাসে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এভাবে ১৫টি উপজেলায় পর্যায়ক্রমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

এছাড়া পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার, মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন, সাতকানিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, আনোয়ারা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি ডা. সৌমন বড়ুয়া, লোহাগাড়া ডা. ইকবাল হোসেন, চন্দনাইশের ডা. রশ্মি চাকমা, রাঙ্গুনিয়া ডা. জয়নাব জমিলা, কর্ণফুলী ডা. মোছাম্মৎ জেবুন্নেছা, সীতাকুণ্ড ডা. আলতাফ হোসাইন, বোয়ালখালী ডা. জাফরিন জাহিদ জিতি, বৈষম্যবিরোধী চট্টগ্রাম দক্ষিণের সংগঠক তালহা রহমান, আবু সিদ্দিক, গোলাম মাওলা মাশরাফ।

মেডিকেল টেকনোলজিস্টদের (ইপিআই) প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল হোসেন, মোহাম্মদ আলী, মো. হাসান, মো. রাজ্জাক, জয়নাল আবেদীন, জিহাদ বাবলু, কবির, নাছির উদ্দীন, ইব্রাহিম।

সিভিল সার্জন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm