চট্টগ্রাম মেডিকেলের শিশু কিডনি ওয়ার্ডে ‘আউটডোর সেবা’ সপ্তাহে ২ দিন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু কিডনি ওয়ার্ডের বহির্বিভাগে প্রতি সপ্তাহের রোব ও বুধবার সেবা পাবে রোগীরা। ১০ টাকায় টিকিট কেটে এখন থেকে সেবা মিলবে বিশেষজ্ঞ ডাক্তারদের। একইসঙ্গে যাত্রা শুরু করেছে ২০ শয্যার শিশু কিডনি ওয়ার্ড (৭বি)।

শিশু কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সনৎ কুমার বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এটা আসলে আমাদের চিকিৎসকদেরই অন্তঃপ্রচেষ্টার প্রয়াস। আগে শিশু বিভাগের ভেতরে মাত্র ১১টি শয্যা নিয়ে শিশু কিডনি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হত। ২০১৩ সালে এটি বাড়িয়ে ১৫টি শয্যার করা হয়। কিন্তু দিন দিন শিশু কিডনি রোগী বাড়তে থাকায় আলাদা ওয়ার্ডের প্রয়োজনীতা আমরা অনুভব করলাম। পরে এই ওয়ার্ডটি তৈরি করা হয়।

তিনি বলেন, এ ওয়ার্ডে কিডনি চিকিৎসায় ডায়ালাইসিস সুবিধাসহ আরও সব ধরনের চিকিৎসা সুবিধা রয়েছে।

এর আগে শনিবার (২৩ মে) সকাল ৯টায় হাসপাতালের দ্বিতীয় তলায় এই ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম মেডিকেলের শিশু কিডনি ওয়ার্ডে ‘আউটডোর সেবা’ সপ্তাহে ২ দিন 1

এতে প্রধান অতিথি ছিলেন শিশু কিডনি চিকিৎসক প্রফেসর মোহাম্মদ হানিফ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, উপ-পরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আবদুর রব, মেরিন সিটি হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বাসনা মুহুরী, কিডনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নুরুল হুদা, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিয়া, বিপিএ’র সাবেক সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ডা. গোলাম হাবিব, সহযোগী প্রফেসর ডা. কিরিটি প্রসাদ দেব।

শিশু কিডনি ওয়ার্ডের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সনৎ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কিডনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মারুফ-উল-কাদের। শিশু কিডনি ওয়ার্ডের চিকিৎসা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন ডা. সুস্মিতা সেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. তাসফিসা তাবাসসুম।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm