উখিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালংয়ে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুর হলো উখিয়ার হলদিয়া পালং এলাকার হাফেজ ফরিদের মেয়ে আয়েশা আকতার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে আয়েশা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পর অনুমতি সাপেক্ষে শিশুটি লাফ দাফন করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm