রেলের ওয়ার্কশপে চুরি, মালামালসহ গ্রেপ্তার ২

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের পাহাড়তলীতে কারখানা ওয়াকশপ থেকে মালামাল চুরির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩২ হাজার টাকার মালামাল।

বুধবার (১৩ আগস্ট) নগরীর খুলশীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দু’জন হলেন—ডবলমুরিং থানার হাজীপাড়া ভাই ভাই স্টোরের মালিক মো. আলী আহম্মেদ ও খুলশীর আমবাগানের মো. রুবেল। এদের মধ্যে রুবেল পেশাদার চোর।

আরএনবি’র এএসআই রেজ্জাকুল হায়দার বাদি হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। তবে এখানে সাতজনকে পলাতক আসামি দেখানো হয়েছে।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm