চট্টগ্রামের পটিয়ায় পুকুরের ডুবে মোহাম্মদ রাফসান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ অগাস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার হাইদগাও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মরা খাল ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফসান হাইদগাঁও ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মো. করিম ও ঝিনু আক্তার দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রাফসানের মা ঘরের কাজকর্মে ব্যস্ত থাকেল খেলতে খেলতে ঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে যায় সে। পরে থাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বিকালে শিশু রাফসানকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ডিজে