কালোজাদুতে পরিবার তছনছ, ক্ষোভে কবিরাজকে গলাকেটে খুন

চট্টগ্রামের ফটিকছড়িতে কবিরাজকে জবাই করে হত্যার ঘটনায় মুহাম্মদ আবু মুছা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ। বানটোনা করে পরিবারের সদস্যদের শারীরিক ও ব্যবসায়িক ক্ষতি করার ক্ষোভ থেকেই তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুহাম্মদ আবু মুছা একই উপজেলার ভূজপুর থানার হাড়িয়ালছড়ি কোরবান আলীর নতুন বাড়ির আহমদ ছফার ছেলে।

হত্যার শিকার কবিরাজের নাম আবুল মনসুর বৈদ্য (৩৮)। গত ৮ আগস্ট পৌরসভার উত্তর রাঙামাটিয়া আদর্শ গ্রামে তার সরকারি বরাদ্দকৃত একটি ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় মাথা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা রুজু হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ৬ আগস্ট রাত ৯টার দিকে গ্রেপ্তার আসামিসহ আরও এক ব্যক্তি মোটরসাইকেল করে এসে চিকিৎসা নেওয়ার নাম করে কবিরাজের ঘরে প্রবেশ করে। পরে সুযোগ বুঝে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করে। জিজ্ঞাসাবাদে আসামি জানান, কবিরাজ বানটোনা করে ও অন্যান্যভাবে তাদের পরিবারের সদস্যদের শারীরিক ও ব্যবসায়িক ক্ষতি করে আসছিল। এ জন্য ক্ষোভ থেকে তাকে হত্যা করা হয়।

তিনি আরও জানান, আসামিদের ব্যবহার করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm