চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে ট্রলিং সরঞ্জাম, ভারতীয় নাগরিকসহ আটক ৪

চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলারে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম ‘আর্টিসনাল’ ট্রলিংসহ চার জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তিনি ওই ট্রলিং তৈরির কারিগর।

সোমবার (১১ আগস্ট) মধ্যরাতে উপজেলার শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা পণ্ডিত বিশ্বাস (৩৮), বরগুনা জেলার অমল চন্দ্র (৪৫), মোংলার নাথন বিশ্বাস (৬০) ও সাতক্ষীরা জেলার আকাশ বিশ্বাস (৩৮)।

ট্রলিং বলতে সাধারণত কাঠের তৈরি ছোট ট্রলারকে অবৈধভাবে যান্ত্রিক ট্রলারে রূপান্তর করাকে বোঝায়। এরপর ট্রলারে বসানো হয় ছোট ফাঁসের ‘বেহুন্দি জাল’। এই ধরনের জালের কারণে সাগরের রেণু, ডিমওয়ালা মা মাছ ও মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট করে। এ কারণে এটির ব্যবহার দেশে নিষিদ্ধ করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, শেখেরখীল এলাকার একটি গুদামে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম তৈরির কাজ চলছে—এমন সংবাদ পেয়ে কোস্টগার্ড ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় গুদাম থেকে ২৫ লাখ টাকা দামের সাতটি অবৈধ জাল, ৩৪টি ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও ৭৩ হাজার টাকা জব্দ করা হয়। আটক করা হয় ভারতীয় নাগরিকসহ চার জনকে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, আটক ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ট্রলিং তৈরি করছিলেন। তিনি নিয়মিত ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় এসে এসব কাজ করতেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm