চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০০৬-০৭) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ব্যাচ-৪২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ২৪ মে ২০২৫, শনিবার অনলাইন ভোটের মাধ্যমে ব্যাচের ৩৩টি বিভাগের প্রতিনিধিরা নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
নতুন কমিটিতে নৃ-বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তাহিরা আলী মিশু সভাপতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আলীমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো: আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হিসেবে আইন বিভাগের মোছা. রুপালী খাতুন, পদার্থবিজ্ঞান বিভাগের মো. মোরশেদ আলম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রবিউল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের মো. আসিফ হোসেন রনি ও ইংরেজি বিভাগের হাফিজ আল আসাদ নিরু।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের মোঃ তারেক আজিজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেফালী সুমি এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের মো. নাঈম। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের মো. আনোয়ার হোসাইন, আইন সম্পাদক হিসেবে আইন বিভাগের মো. ওমর ফারুক খালেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তারেক মাহমুদ এবং দপ্তর সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ বশির উল্লাহ সাইমুম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের মো. ইউসুফ আলী, বিবিএ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আনোয়ার হোসেন মামুন, ফরেস্ট্রি বিভাগের ফিরুজ উজ জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সজীব ত্রিপুরা, ব্যবস্থাপনা বিভাগের মোঃ মোজাম্মেল হুসেন এবং অর্থনীতি বিভাগের ইশরাত মাহ-নুর এশা।
নির্বাচন প্রক্রিয়া সমন্বয় ও পরিচালনা করেছেন চবি ৪২তম ব্যাচের পদার্থবিদ্যা বিভাগের মুহাম্মদ মাহফুজুল আলম ও রাজনীতি বিজ্ঞান বিভাগের মো. শরীফুজ্জামান।
নবনির্বাচিত সভাপতি তাহিরা আলী মিশু বলেন, ‘এই প্লাটফর্মের জন্য একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র তৈরি করাসহ ব্যাচের সদস্যদের জন্য কল্যাণকর ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব আমরা।’ সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম বলেন, ‘আমার বিশ্বাস নতুন এই কমিটি গঠনের ফলে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ২০১১ সালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয় এবং এরপর থেকে নানা ধরনের সৃজনশীল ও সমাজহিতৈষী কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন।