s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

এনআইডি ছাড়া একজনে দুটির বেশি সিম নয়

0

ছয় মাসের জন্য যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড নেই তারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা জন্মনিবন্ধন সনদ দেখিয়ে দুটি মোবাইল সিম কিনতে পারবেন। তবে নির্দিষ্ট মেয়াদের জন্য নেওয়া ওই সিম এনআইডি দিয়ে নিবন্ধন করতেই হবে। আগে ওই তিন ধরনের সনদের বিপরীতে দুটির বেশি সিম নিবন্ধনের সুযোগ থাকলেও এখন আর থাকছে না। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সর্বশেষ কমিশন তাদের ২৫০তম বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

উল্লিখিত তিনটি সনদের একটির বিপরীতে যাদের দুটির বেশি সিম নিবন্ধন করা আছে তাদের অতিরিক্ত সিমের নিবন্ধন বাতিল (ডি-রেজিস্টার) করতে হবে। এ ব্যাপারে মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দেবে বিটিআরসি।

প্রসঙ্গত, এখন একটি এনআইডি বা স্মার্ট কার্ডের বিপরীতে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিমের নিবন্ধন করতে পারছেন।

জানা গেছে, ওই তিনটি সনদের বিপরীতে নিবন্ধিত সিমের মেয়াদ থাকবে ছয় মাস। এই মেয়াদ পার হওয়ার ৩০ দিন আগে মোবাইল ফোন অপারেটর গ্রাহককে এসএমএস দিয়ে মেয়াদ পার হওয়ার বিষয়টি জানাবে। জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের মাধ্যমে পুনরায় নিবন্ধনের জন্য অনুরোধও জানানো হবে এসএমএস-এ। নিবন্ধন না করা হলে নম্বরগুলো নিষ্ক্রিয় করা হবে।

তবে বাংলাদেশি নাগরিকরা উপযুক্ত কারণ দেখিয়ে তিনটি সনদের বিপরীতে নিবন্ধিত সিমের মেয়াদ সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত বাড়ানোর জন্য বিটিআরসিতে আবেদন করতে পারবেন।

Din Mohammed Convention Hall

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ‘এটা একটা নিয়মের মধ্যে আনা হচ্ছে। দেশি, বিদেশি সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য। তবে পরে অবশ্যই তা নিয়মিত (জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের মাধ্যমে নিবন্ধন) করতে হবে। এর ফলে সিম নিয়ে কোনও অপরাধমূলক কাজ হবে না বলেও তিনি আশা করেন।

কমিশন সূত্রে জানা যায়, বৈঠকে সিদ্ধান্ত হয় এসব কাগজের বিপরীতে যাদের দুটির বেশি সিম নিবন্ধন করা আছে তাদের এই নির্দেশনা প্রদানের ৯০ দিনের মধ্যে অতিরিক্ত সিমের নিবন্ধন বাতিল করতে হবে। এ ব্যাপারে মোবাইল ফোন অপারেটর সংশ্লিষ্ট গ্রাহককে জানানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

কমিশনের এক প্রতিবেদনে দেখা গেছে, একটি জন্মনিবন্ধন সনদের বিপরীতে ১৫টি সিম নিয়েছেন এমন সংখ্যা ১৫৪টি। ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১৫টি সিম নিয়েছেন এমন সংখ্যা ২৬ এবং একটি পাসপোর্টের বিপরীতে ১৫টি করে সিম নিয়েছে এমন সংখ্যা ৬৪টি।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm