s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

তিন মাসের মধ্যে সর্বোচ্চ, একদিনেই শনাক্ত ছাড়াল ২ হাজার

0

সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর দেশে একদিনে দুই হাজারের অধিক করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত করোনা শনাক্ত ছিল কমতির দিকে। কিন্তু মার্চ মাস আসতেই সেটি ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছাড়াল দুই হাজার। নতুন শনাক্ত ২ হাজার ১৮৭ জন নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬২৪ জনে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২১২টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৪ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Din Mohammed Convention Hall

অন্যদিকে, শুধুমাত্র চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা এখন ৩৭ হাজার ২৮ জন। এদের মধ্যে ২৯ হাজার ২৫৮ জন নগরের ও ৭ হাজার ৭৭০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তেদের মধ্যে মারা গেছেন ৩৮৩ জন। যাদের মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm