২০২০-২১ অর্থবছর শেষ হতে চললেও ২০১৯-২০ অর্থ বছরের অনেক কাজের বিল এখনো পাননি বেশ কিছু ঠিকাদার। কাজ করে বিল না পেয়ে তারা ধর্ণা দিচ্ছেন দপ্তরের কর্মকর্তার কাছে। কিন্তু তবু কোথাও মিলছে না আশার আলো।
রেলওয়ে পূর্বাঞ্চলে আসবাবপত্র মেরামত, কম্পিউটার, অফিস সরঞ্জামাদি ও ফার্নিচার সরবরাহ সহ বেশ কিছু ছোট ছোট কাজের বকেয়া বিল আটকে আছে ক্ষুদ্র ঠিকাদারদের। জানা গেছে, চেকের পাতা শেষ হয়ে যাওয়ায় ২০১৯-২০ অর্থ বছরের প্রায় ২ কোটি টাকার বিল প্রদান করা হচ্ছে না। রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) জাকির হোসেন তার অফিসেই বেশ কিছু ক্ষুদ্র ঠিকাদারের বিল বকেয়া থাকার কথা স্বীকার করেন।
জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরের এসব বিল পূর্বাঞ্চল থেকে ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) বরাবর পাঠানো হলেও অদ্যাবধি ঠিকাদাররা বিল পাননি। বিশেষ করে মেরামত আসবাব (কোড ৩২৫৮১০২), কম্পিউটার (কোড ৩২৫৮১০৩), অফিস আসবাব (কোড ৪১১২৩১৪), অফিস সরঞ্জামাদি (কোড ৪১১২৩১১০) মন্ত্রণালয়ে পাঠানো হলেও তাদের বিল ছাড় করা হয়নি।
রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ ও হিসাব প্রধান কর্মকর্তা কামরুন নাহার বলেন, এ বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। তিনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
কেএস