২৪ ঘণ্টার ব্যবধানে পুলিশের এক এসআইয়ের ছিনতাই হওয়া মোবাইল ফোন, ক্রেডিট কার্ড এবং মূল্যবান জিনিসসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) গভীররাত পৌনে ৩টায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া ওয়ালেট এবং একটি স্যামসাং স্মার্টফোন, একটি বিদ্যুতের প্রিপেইড মিটার কার্ড, কমিউনিটি ব্যাংকের একটি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকার সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই পুলিশ কর্মকর্তা বায়েজিদ থানায় কর্তব্যরত রয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন নগরীর বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির মফিজের ছেলে মো. রহমত (২৭) ও ফটিকছড়ির বিবিরহাট এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. হাবিব (৪০)।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘বায়েজিদ বোস্তামী থানায় একজন এসআই মঙ্গলবার রাত ৩ টার দিকে চাকরি থেকে বাসায় ফেরার পথে হিলভিউ আবাসিক এলাকায় তিনজনের একটি ছিনতাইচক্রের কবলে পড়েন। এ সময় তার কাছ থেকে নগদ ১৫০০ টাকা, একটি ওয়ালেট, একটি স্যামসাং স্মার্টফোন, একটি বিদ্যুতের প্রিপেইড মিটার কার্ড, কমিউনিটি ব্যাংকের একটি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই পুলিশ অফিসার বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযানে নামে। পরে বুধবার রাতে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি নাজিম উদ্দিন মজুমদার।
আইএমই/ডিজে