এসএ গ্রুপের কারখানায় তালা লাগিয়ে ক্ষমতার দাপট দেখালেন সাব্বির মেম্বার

0

পছন্দের ব্যক্তিকে চাকরি না দেওয়ায় চট্টগ্রামের ভাটিয়ারিতে এসএ গ্রুপের কারখানার মূলফটকে তালা লাগিয়ে ক্ষমতার দাপট দেখালেন স্থানীয় মেম্বার সাব্বির।

জানা যায়, প্রায়ই বিভিন্ন কাজ ও পছন্দের মানুষকে চাকরি দেওয়ার সুপারিশ নিয়ে এসএ গ্রুপের অফিসে হাজির হন সাব্বির। কিছুদিন আগেও তার চারজন মানুষকে চাকরি দেওয়ার আবদার করে বসেন। এদের মধ্যে দুইজনকে চাকরিও দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু বাকি দুইজনের চাকরি না হওয়ায় ক্ষেপে যান সাব্বির।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভাটিয়ারী ইউনিয়নের মেম্বার সাব্বির তার অনুসারীদের নিয়ে গিয়ে এসএ গ্রুপের কারখানার মূল ফটক বন্ধ করে দেন।

এর ফলে কারখানার উৎপাদন কাজ বন্ধ রাখতে হচ্ছে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য শিপমেন্ট করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছে প্রতিষ্ঠান।

এতে প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা নিয়েও সংকট তৈরি হওয়া আশঙ্কা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ কারখানার মূল ফটক বন্ধ করে দেওয়ার অভিযোগটির সত্যতা নিশ্চিত করেছে।

কী কারণে কারখানার মূল ফটকে তালা দেওয়া হয়েছে জানতে চাইলে এসএ গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার মঈন উদ্দিন বলেন, ‘সাব্বির মেম্বার প্রায়ই বিভিন্ন আবদার নিয়ে আসেন। তার কথা মতো চাকরি এবং বিভিন্ন সাপ্লাইয়ের ব্যবসা দিতে বলেন। এর ব্যতয় হলে তিনি ঝামেলা করেন। কিছুদিন আগে চারজনকে চাকরির দিতে বলেছেন। এরমধ্যে দুইজনকে চাকরি দেওয়া হয়েছে। তবুও তিনি কারখানার মূল ফটকে তালা দিয়েছেন।’

এ বিষয়ে জানতে সাব্বির মেম্বারের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ‘আমাদের একটা টিম সেখানে গিয়েছে। উনাদের কারখানাটাতো বন্ধ ছিল। এখন আবার চালু হয়েছে। বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।’

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির মেম্বারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ভূমি দখল, পাহাড় কাটা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm