পামঅয়েল ও ডালডায় ঘি বানানোর কারিগর বাকলিয়ায় আটক র‍্যাবের হাতে

0

পামঅয়েল ও ডালডার সঙ্গে কৃত্রিম ফ্লেভার মিশিয়ে চট্টগ্রামের বাকলিয়ায় একটি কারখানায় তৈরি হচ্ছিলো ভেজাল ঘি।

গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় বিপুল পরিমান ভেজাল ঘি জব্দসহ একজনকে র‍্যাব আটক করে৷

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় তিন তলা একটি ভবনে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পামঅয়েল ও ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোনো উপাদান ছাড়াই ঘি তৈরীর করছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়ে মো. সাজ্জাদকে (২৪) নামে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ র‍্যাববকে জানায় , ভিতর পামঅয়েল, ডালডা, ফ্লেভারের মাধ্যমে কোনো প্রকার দুধের উপাদান ছাড়াই ভেজাল ঘি তৈরি করেন তিনি। তার কাছে বিএসটিআইয়ের অনুমোদন নেই।

আটক সাজ্জাদকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাজ্জাদ পটিয়া থানার জিরি এলাকার মৃত ইউনুছ মিয়া ছেলে। বর্তমানে সে বাকলিয়ার রাজাখালী রোডের গফুর ভিলায় ভাড়া বাসায় থাকেন।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm