চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চারদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত চার দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে।এছাড়া নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৫ জন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং প্রাইভেট ও উপজেলা হাসপাতালে ১০ জন রোগী ভর্তি আছেন।

ডেঙ্গুতে মৃত দু’জন হলেন— ওমর ফারুক (২০) ও শাবানা (৩০)। এদের মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা ও শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ছিলেন। তাদের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘শক সিনড্রোম’।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৫ জন। এদের মধ্যে ২৫ জন চট্টগ্রাম মেডিকেলে, ৪ জন বিভিন্ন উপজেলা হাসপাতালে এবং ৬ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক ও শাবানা নামের দুই রোগীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে চলতি নভেম্বরে আক্রান্ত হন ৭০৯ জন। চলতি বছরে মারা গেছেন ৩৯ জন, এর মধ্যে নভেম্বরে ছিল ১৪ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm