কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান।
শনিবার (১১ জানুয়ারি) সকালে শহরের লালদীঘির পাড়ের ব্রাহ্ম মন্দিরের বিভূতি ভূষন সোনার মিলনায়তনে সদর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নবগঠিত কমিটির এ অভিষেক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আব্দু শুক্কুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বাহাদুর।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ আশীষ দে।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ, সাংবাদিক দীপক শর্মা দীপু এবং কক্সবাজার সাংবাদিক সংসদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, কক্সবাজার আরএমপি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুল ইসলাম।
কক্সবাজার সদর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মৃদুল কান্তি ধরের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা চন্দন কান্তি দাশ ও সদর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি সুনীল কুমার সুশীল।