s alam cement
আক্রান্ত
৪৬৬৮২
সুস্থ
৩৫২১৬
মৃত্যু
৪৫২

করোনার ছোবলে র‌্যাবের ২৬৭৮ সদস্য

0

মহামারি করোনার ছোবল থেকে রক্ষা মিলছে না কারও। বৈশ্বিক এই মহামারি ভাইরাসের বিষাক্ত ছোবল লেগেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেও (র‌্যাব)। এখন পর্যন্ত তাদের ২ হাজার ৬৭৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই র‌্যাব সদস্যও রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশ বা ১ হাজার ৭৩ জন সেনাবাহিনীর সদস্য, যারা বর্তমানে র‍্যাবে সংযুক্ত আছেন।

পুলিশ সদর দপ্তরের অপারেশনস কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সূত্রে এই তথ্য জানা গেছে।

কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, সবশেষ বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত র‍্যাবে আক্রান্তের মধ্যে ১ হাজার ৭৩ জন সেনা সদস্য, ৫১ জন বিমান বাহিনীর, ৪৬ জন নৌ বাহিনীর, ২৯৯ জন বিজিবির, ১৫৪ জন আনসার এবং ৩৯ জন বেসামরিক কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে ২ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে কোভিডযুদ্ধে হেরে প্রাণ দিয়েছেন ৬ জন।

এ দিকে, বর্তমানে আক্রান্ত ৭৩৩ সদস্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া কোভিড- টেস্ট করানো ৬০ জন র‍্যাব সদস্যকে আইসোলেশন ও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত বাহিনীটির মোট ১৭ হাজার ৮৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।

Din Mohammed Convention Hall

পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ৮৬ সদস্য মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে ৮৩ জন পুলিশ কর্মকর্তা বাকি ৩ জন সিভিল কর্মকর্তা। যারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে পুলিশে সংযুক্ত ছিলেন।

এছাড়া সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭ হাজার ১৩৬ জন পুলিশ সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন। বাহিনীটির মোট ৩৬৮ সদস্য বর্তমানে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আর আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন ২১৪ জন পুলিশ কর্মকর্তা।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm