s alam cement
আক্রান্ত
৪৬৬৮২
সুস্থ
৩৫২১৬
মৃত্যু
৪৫২

মিরসরাইয়ে পরিত্যক্ত ঘর পুড়ে ছাই

0

মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে একটি পরিত্যক্ত ঘর।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ১টা ৩০ মিনিটে পৌরসভার ৫নং ওয়ার্ড জামালপুর গ্রামের শহিদুল ইসলামের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারি।

তিনি জানান, শহিদুল ইসলামের পরিত্যক্ত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘরে ব্যাটারি চালিত অটোরিক্সার ব্যাটারি চার্জ দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm