চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের সাগর চরে ভেসে আসা এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া ছত্তার মাঝির ঘাট এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তবে স্থানীয়রা জানান, লাশের হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম জানান, সাগরে ভাসমান একটি অজ্ঞাত ব্যক্তির লাশ ছত্তার মাঝির ঘাট এলাকায় চরে আটকা পড়লে স্থানীয় মৎস্যজীবীরা দেখতে পেয়ে পুলিশকে থবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, চরে আটকা পড়া লাশের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।
এসএ