চট্টগ্রাম নগরীর আকবরশাহতে চুরি হওয়া মোটরসাইকেলের খোঁজ মিলল রাউজানের গ্রামে। সে সময় লক ভেঙে মোটরসাইকেল চোর টক্রের তিন সদস্যকে রাউজান থেকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকরা হলেন ওসমান, নেওয়াজ ও মিজান।
জানা যায়, চট্টগ্রামের আকবরশাহ থানাধীন আকবরশাহ হাউিজং সোসাইটি রোডের নিজাম ম্যানসন এর নিচ তলা থেকে জনৈক জুয়েল খানে টিভিএস মেট্রো মোটরসাইকেলটি লক ভেঙে চুরি করে নিয়ে যায়। এ নিয়ে জুয়েল বৃহস্পতিবার (২২ এপ্রিল) আকরবশাহ থানায় মামলা করেন। মোটরসাইকেলের সাথে থাকা জিপিএস-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, মোটরসাইকেলটির সর্বশেষ অবস্থান রাউজান থানা এলাকায়। এই সূত্র ধরে অভিযানে নেমে পড়ে পুলিশ।
অভিযানে নেমে পুলিশ জানতে পারে মোটরসাইকেল এর লক ভেঙে জিপিএস ট্রেকারটি বিচ্ছিন্ন করা হয় জনৈক মামুন এর গোডাউনে। সেখানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ওসমান (৩০) কে সনাক্ত করে পুলিশ। সে সূত্র ধরে অভিযান চালিয়ে রাউজান জগন্নাথ হাট বাজার থেকে গ্রেপ্তার করা হয় ওসমানকে।
মো. ওসমান জানায়, চোরাই মোটরসাইকেলটি সে নেওয়াজ নামে একজনের কাছ থেকে নগদ ২৫,০০০/-টাকায় কিনে নেন। ওসমানের তথ্য মতে নেওয়াজকে রাউজান পৌরসভা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। নেওয়াজ জানায়, মোটরসাইকেলটি বর্তমানে মিজান নামে একজনের কাছে রয়েছে। পরবর্তীতে ওসমান ও নেওয়াজের তথ্য মতে ফটিকছড়ি থানাধীন ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে মিজানকে (২৭) গ্রেপ্তার করা হয় ও তার হেফাজতে রক্ষিত আলমের পোল্ট্রি ফার্ম থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) ইছমাইল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা শহর থেকে মোটর সাইকেল চুরি করে গ্রামে নিয়ে বিক্রি করে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের নিয়ে আরো অভিযান পরিচালনা করা হবে। শুক্রবার তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
এএস/কেএস