s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

করোনা—থামছে না মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪

0

ঈদের পরের দিন চট্টগ্রামে করোনা মাত্র এক জনের প্রাণ কেড়ে নেয়াটা আনন্দের হলে সেটির স্থায়ীত্ব ২৪ ঘণ্টাও হয়নি। একদিনের ব্যবধানে আবারও মৃত্যু বেড়েছে মৃত্যুর মিছিল। তাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪ জনের। তবে এদিন করোনা শনাক্ত হয়েছে আগেরদিনের চেয়েও কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে মাত্র ২৫ জনের।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৭৯০ জন। এদের মধ্যে করোনা কেড়ে নিল ৫৮১ জনের প্রাণ। যার মধ্যে নগরীর ৪২৮ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫৩ জন।

রোববার (১৬ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনের তথ্যানুযায়ী চট্টগ্রামের ৫টি ও কক্সবাজারের একটি ল্যাবে চট্টগ্রামের ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ২০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৭৯০ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৪৩৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৩৫৭ জন।

চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৮ জনের শরীরে করোনা পজিটিভ আসে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

Din Mohammed Convention Hall

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষা করা হলেও সেগুলোতো করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm