ভারত থেকে আসা চট্টগ্রামের চার ব্যক্তির শরীরে করোনাভাইরাসের শনাক্ত হয়েছে। এদের নিয়ে বিচলিত চট্টগ্রামের স্বাস্থ্য বিষয়ক দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো। আক্রান্ত ব্যক্তিরা কি ভারত থেকেই করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন, নাকি তারা দেশেই আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত হতে তাদের নিয়ে চলছে একপ্রকার গবেষণা। কারণ ভারতীয় করোনার ভ্যারিয়েন্টের অস্তিত্ব যদি তাদের মধ্যে পাওয়া যায় তাহলে তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানোর উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট। এ জন্য বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্টরা।
আক্রান্ত চার জনের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন ভর্তি আছেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, নগরীর খুলশী থানার বাসিন্দা জাহেদা বেগম, হালিশহরের সাজেদা আক্তার, পটিয়ার সুলতান আহমেদ এবং সাতকানিয়া উপজেলার মিজানুর রহমান।
শনিবার (১৫ মে) সন্ধ্যায় এসব বিষয় নিশ্চিত করেন চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম।
তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ভারত থেকে ফিরে আসা চার ব্যক্তির করোনা আক্রান্ত হয়েছে। তারা ভারতীয় ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত কি-না তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।’
এর আগে গত ৭ মে ভারতে চিকিৎসা শেষে চট্টগ্রামে ফিরেন ৪২ জন রোগী। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী তাদের চমেক হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন।
প্রথম দফায় এই চার জনের নমুনা পরীক্ষায় তাদের ফলাফল আসে করোনা নেগেটিভ। কিন্তু দ্বিতীয় দফায় তাদের ফলাফল আসে পজিটিভ আসে।
দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার আগেই তাদের হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। ফলাফল হাতে আসার পর পুলিশের মাধ্যমে তাদের আবারও হাসপাতালে ভর্তি করা হয়।
এমএফও