‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্ণফুলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে।
সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেবুনেস্সা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা।
বক্তারা বলেন, দেশের আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আধুনিক প্রযুক্তি বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী–যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার করবে।
এর আগে অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন। দিনব্যাপী প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০টি স্টলে গবাদিপশু, হাঁস–মুরগি ও বিভিন্ন পাখি প্রদর্শন করেন।
স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা ও নানা শ্রেণী–পেশার মানুষ। শেষে সফল উদ্যোক্তা ও খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিনামূল্যে ডিম ও দুধ বিতরণ করা হয়।
জেজে/ডিজে


