চট্টগ্রাম থেকে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্য লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ অংশ নিতে দেশ ছেড়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিশেষ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা যাত্রা করেন।
বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন–১৬ এর অধীনে তারা লেবাননে মোতায়েন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’এ যোগ দেবেন।
বিদায়ের মুহূর্তে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে নৌসদস্যদের শুভযাত্রা কামনা করেন। ওই সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর আরও শীর্ষ কর্মকর্তারা।
এর আগে গত ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহর নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ নৌসদস্য বাণিজ্যিক বিমানে লেবানন পৌঁছান।
অন্যদিকে ২৭ নভেম্বর দেশে ফিরছেন ব্যানকন-১৫ এর ১১০ নৌসদস্য।
ইউনিফিলে যোগদানের আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা নৌসদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারি দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করার নির্দেশনা দেন।
জানা গেছে, ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ লেবাননে শান্তিরক্ষা মিশনে কার্যক্রম পরিচালনা করছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সে উপমহাদেশের একমাত্র যুদ্ধজাহাজ বাহিনী হিসেবে বাংলাদেশ টানা ১৫ বছর ধরে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখে যাচ্ছে।
বর্তমানে নিয়োজিত ‘বানৌজা সংগ্রাম’ লেবাননের জলসীমায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্দেহজনক জাহাজ-এয়ারক্রাফট নজরদারি, উদ্ধার অভিযান, লেবানিজ সামরিক সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের চিকিৎসাসেবা দিয়ে আসছে।
দীর্ঘ ১৫ বছরের দায়িত্বশীল ও সফল অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করেছে—বিশ্বশান্তি রক্ষায় এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে।
এএইচ/ডিজে


