কর্ণফুলীর চরপাথরঘাটা বাংলা বাজার ঘাট এলাকা থেকে রাতে ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আদালতে পাঠানোর পর তারা দিনে জামিনে মুক্ত হয়ে যান।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ হিসেবে দুই বান্ডিল তাস ও নগদ ৭ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (৫ মার্চ) সকালে তারা আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল ইছানগর ৮ নম্বর ওয়ার্ডের নূর উদ্দিনের ভাড়া ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাফায়াত উল্লাহ (৩২), মো. রায়হান (৩২), মো. রিয়াজ (২৭), মো. আলাউদ্দিন হাওলাদার (৫৫), মো. জামাল (৪৯), মো. ইব্রাহিম (৩২), মো. মনির হোসেন (২৯), মো. রাসেল (৩২), মো. নুর নবী (৩৪), মো. জাহেদ ওরফে সিহাব (২০), মো. কবির গাজী (৪২), মো. তসলিম উদ্দিন (৪৪), মো. শহিদ (৩৫), মো. ইব্রাহিম (৩৩) ও নুর নবী (৪৫)।
এরা সবাই কর্ণফুলী উপজেলা, ভোলা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, পটুয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে কর্ণফুলী থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-১৪৪/২০২৪ অনুযায়ী চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৯৪ ধারায় মামলা করা হয়েছে।
জেজে/ডিজে