চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ট্যাংকার ও কন্টেইনারবাহী জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ট্যাংকার ও কন্টেইনারবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কন্টেইনারবাহী জাহাজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

জানা গেছে, মঙ্গলবার সাড়ে ১২টার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা বেলিজের পতাকাবাহী ট্যাংকার ‘এমটি রিনির’র সঙ্গে পানামার পতাকাবাহী কন্টেইনারবাহী ‘ইয়ং ওয়াইইউই’ জাহাজের সংঘর্ষ হয়। এ সময় বেলিজ পতাকাবাহী জাহাজের নোঙর ক্যাবলের সঙ্গে অপর জাহাজের প্রোপেলার আটকে যায়। এতে কন্টেইনারবাহী জাহাজ কিছুটা ক্ষতি হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দরের পাইলট ও সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়ে গঠিত একটি দল আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে কন্টেইনারবাহী জাহাজটি নিরাপদে সরিয়ে নেয়। তবে এর আগে টাগ ভেসেল কান্ডারী ১০, কান্ডারী ৪, বিএলভি লুসাই ও পাইলট ভেসেল ঘটনাস্থলে পাঠানো হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm