কর্ণফুলীর ডিপ-সি ডকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীর ডিপ-সি ডক এলাকা থেকে মো. সোহেল নামে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

নিহত সোহেল (৩০) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ছৈয়দের ছেলে। তিনি ডকে তোলা একটি জাহাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

গত ২ জুন একই এলাকার এফবি ‘সি হার্ট-১’ নামের জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটে। নিহত সোহেলের গ্রামের বাড়িও একই জেলার হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

জেজে/ডিজে

ksrm