কর্ণফুলীর মাতব্বর ঘাটে পল্টন ধসে আহত ১০, দীর্ঘদিন চলছিল জোড়াতালি দিয়ে

সংস্কারে উদাসীন সিটি কর্পোরেশন

চট্টগ্রামের কর্ণফুলীতে পারাপারের একটি ঘাটের পল্টন ধসে পড়ে যাত্রীসহ একাধিক ব্যক্তি কর্ণফুলী নদীতে পড়ে যান। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মহিউদ্দিন নামে এক ব্যক্তি ছাড়া তাৎক্ষণিকভাবে আহত সবার নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১২ মে) বিকালে উপজেলার জুলধা ১১ নম্বর এলাকার মাতব্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাটের ইজারাদার মো. ফারুক ও নেজাম উদ্দিন। তারা জানান, মাতব্বর ঘাটটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় ২ কোটি ২ লাখ টাকায় ইজারা দিয়েছে। কিন্তু ঘাটের অবকাঠামো উন্নয়ন বা সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানটি। ঘাটটি দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে।

ইজারাদারদের অভিযোগ, তারা একাধিকবার মৌখিকভাবে ঘাটের ঝুঁকিপূর্ণ অবস্থা সিটি কর্পোরেশনকে জানিয়েছেন। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন শুধু লিখে দিয়েছে জনপ্রতি ২০ টাকা ভাড়া নিতে, কিন্তু ঘাটের নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিতে কিছু করছে না।

স্থানীয়দের অভিযোগ, ঘাটের ভাড়া বৃদ্ধি করা হলেও যাত্রীসেবার কোনো উন্নয়ন হয়নি। পল্টনসহ অন্যান্য অবকাঠামো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় ভাড়া বৃদ্ধিকে নীতিগতভাবে যৌক্তিক বলা গেলেও, বাস্তবে এটি সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

যাত্রীরা জানান, সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার অবহেলা ও দায়িত্বহীনতাই এই দুর্ঘটনার জন্য দায়ী। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, ‘ঘাটের পল্টন ধসের বিষয়টি কেউ আমাদের জানায়নি। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইজারার শর্ত অনুযায়ী, ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মেয়রের সঙ্গে আলোচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm