ছাত্র আন্দোলন দমনে অর্থ যোগানের অভিযোগে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. এনামুল হক (৪৬)।

রোববার (১১ মে) রাতে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

থানা সূত্রে জানা গেছে, বায়েজিদ বোস্তামি থানায় গত বছর ১৯ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে হওয়া এক মামলায় ১৬ নম্বর আসামি ছিলেন এনামুল।

বায়ে‌জিদ বোস্তা‌মী থানার ওসি আ‌রিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগান ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। বিকালে আদালতে পাঠানো হয়েছে তাকে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm