দাওয়াত নিয়ে বিরোধ, কর্ণফুলীতে ঘরবাড়ি ভাঙচুর, নারীসহ আহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি মিলাদ মাহফিলে দাওয়াত দেওয়া নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন এবং একটি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের খোট্টাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—একপক্ষের তাসমিনা আক্তার জুই (১৭) ও তার বাবা মো. নাছির (৬০) এবং অন্যপক্ষের মো. আবছার (৩০) ও তার বাবা মাহবুব আলী (৫৫)। সবাই স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার এলাকার গফুর নামে এক ব্যক্তি নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করেন। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দাওয়াত দেওয়া হয়।

মাহফিলে উপস্থিত হন নাছির ও মাহবুব আলী। অনুষ্ঠানে মাহবুব আলী প্রকাশ্যে নাছিরকে উদ্দেশ করে ‘মাদকসেবীদের সাথে আমাদের দাওয়াত কেন’—এমন মন্তব্য করলে কথাকাটাকাটি হয়। এর জেরে পরদিন রাতে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে নাছিরের ঘরবাড়ি ভাঙচুর ও দু’পক্ষের অন্তত পাঁচজন আহত হন বলে স্থানীয়রা জানান।

মাহবুব আলীর অভিযোগ, নাছির এলাকায় নিয়মিত মদ্যপ অবস্থায় থাকেন। ঘটনার দিনও তিনি মাতাল ছিলেন এবং বাধা দেওয়ায় পরদিন তার ছেলে হৃদয় লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে হৃদয়ের দাবি, মাহবুব আলীর পরিবার দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে বিরোধে লিপ্ত। ঘটনার দিন তারা বিনা উস্কানিতে দলবল নিয়ে এসে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে।

এ বিষয়ে বড়উঠান শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদ হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm