কর্ণফুলী নদীতে মিললো স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, বেড়াতে যাওয়ার কথা বলে সহপাঠীরা তাকে মেরে ফেলেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার চার সহপাঠীকে আটক করা হয়েছে।

নিহত স্কুলছাত্রের নাম মো. রাহাত (১৪)। সে নগরীর চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল এবং চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। রাহাত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র দলে হয়ে ক্রিকেট খেলতো।

বুধবার (৩০ এপ্রিল) সকালে চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, রাহাত মঙ্গলবার বিকালে সহপাঠীদের সঙ্গে ঘুরতে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। বুধবার হামিদচর এলাকার কর্ণফুলী নদী থেকে রাহাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে রাহাতকে।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় রাহাত। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। ধারণা করা হচ্ছে, রাহাত যে বন্ধুদের সঙ্গে খেলতে গেছে, তারাই রাহাতকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

বুধবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে বুধবার বিকালে রাহাতের চার সহপাঠীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm