চট্টগ্রামে পুলিশের হাত থেকে পলাতক দুই আসামির একজন গ্রেপ্তার

চট্টগ্রামের আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার দুই আসামির একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে ধরতে এখনও অভিযান চলছে বলে জানা গেছে।

গ্রেপ্তার আসামির নাম ইকবাল হোসেন ইমন। তিনি হত্যা মামলার আসামি। পলাতক অপর আসামির নাম আনোয়ার হোসেন, তার বিরুদ্ধে মাদক মামলা আছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাত আড়াইটার দিকে তাকে ইমনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল।

ইমন জেলার লোহাগাড়া থানার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে। পালতক অপর আসামি আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নগরীর আদালত চত্বর পুলিশের প্রিজনভ্যান থেকে মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন পালিয়ে যান।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, আদালত চত্বর থেকে পালানো দুই আসামির মধ্যে হত্যা মামলার আসামি ইমনকে মঙ্গলবার মধ্যরাত আড়াইটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm