s alam cement
আক্রান্ত
৯৬৫০৩
সুস্থ
৬৩৪৮০
মৃত্যু
১১৬৬

কর্মী ঠকাচ্ছে চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল, গেইটে তালা মেরে দিনভর প্রতিবাদ

0

দীর্ঘদিন ধরে শ্রমিক ঠকিয়ে আসছে চট্টগ্রামের পোশাকশিল্প প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিল। শ্রম আইন মানা তো দূরের, প্রতিষ্ঠানের কর্মীদের বেতনও দেওয়া হয় নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে অনেক কম। এর বাইরে দীর্ঘদিন ধরেই চলছে আরও নানা অনিয়ম। এসব নিয়ে মুখ খুললেই চাকরি হারাতে হয়।

রিজেন্ট টেক্সটাইলের চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু এবং ব্যবস্থাপনা পরিচালক তারই ছেলে সালমান হাবিব। এর অন্য পরিচালকরা হলেন মোশাররফ হাবিব, ইয়াসিন হাবিব এবং তানভীর হাবিব।

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এই পোশাকশিল্প প্রতিষ্ঠানে চলে আসা এই অনিয়মে পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পর এবার শ্রমিকরা চট্টগ্রামের বোয়ালখালীতে রিজেন্ট টেক্সটাইলসের মূল ফটকে তালা লাগিয়ে সারা দিন ধরে পালন করেছে অবস্থান কর্মসূচি।

অনেক ঢাকঢোল পিটিয়ে শেয়ারবাজারে এসেছিল রিজেন্ট টেক্সটাইল।
অনেক ঢাকঢোল পিটিয়ে শেয়ারবাজারে এসেছিল রিজেন্ট টেক্সটাইল।

অন্তত দেড় হাজার শ্রমিক শনিবার (২১ আগস্ট) সকাল থেকে এই কর্মবিরতি পালন করেছেন।

শ্রমিকরা অভিযোগ করেন, রিজেন্ট টেক্সটাইলসে শ্রম আইন অনুসরণ করা হয় না। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি আট হাজার ৩০০ টাকার বদলে বেতন দেওয়া হয় মাত্র ৬ হাজার টাকা। বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম থাকলেও সেটা মানা হয় না। অন্যদিকে ওভারটাইম ও মাসিক বেতন পরিশোধ করা হয় পরের মাসের ২০ তারিখে।

Din Mohammed Convention Hall

শ্রমিকরা জানান, এসব অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদের চাকরিচ্যূত করা হয়।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm