কাটগড়ে দখলমুক্ত হলো ফুটপাত, প্রশাসনকে স্মারকলিপি দেবেন ব্যবসায়ীরা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার কাটগড় বাজার এলাকা ফুটপাত দখলমুক্ত করেছে কাটগড় ব্যবসায়ী সমবায় সমিতি। প্রায় ২০ বছর পর এ জায়গা থেকে একেবারে ভ্রাম্যমাণ হকারদের তুলে দেওয়া হয়।

কাটগড়ে দখলমুক্ত হলো ফুটপাত, প্রশাসনকে স্মারকলিপি দেবেন ব্যবসায়ীরা 1

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এলাকায় অভিযান চালায় ব্যবসায়ী সমিতি। এর আগে ১৩ জুলাই থেকে প্রতিদিনই অভিযান চালায় সংগঠনটি।

অবৈধ ফুটপাত দখল,সড়কে সিএনজি স্টেশন, পাঠাও রাইড শেয়ারিং,টমটমের সিরিয়াল ও লোকাল বাসের যাত্রী ওঠানামার হীন প্রতিযোগীতার কারণে প্রতিনিয়ত পতেঙ্গার কাটগড় মোড়ে তীব্র যানজটের সৃষ্টির পাশাপাশি ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে কাটগড় ব্যবসায়ী সমবায় সমিতি, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাটগড় বাজার এলাকার তীব্র যানজট, ফুটপাত দখল ও চাঁদাবাজির ঘটনাগুলো নিয়ে সমালোচনা হয়। পরে ‘অপরূপ পতেঙ্গা’সহ একাধিক সংগঠন ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগ নেন।

এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই কাটগড় ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিনের উদ্যোগে এতে বাংলাদেশ জামায়াত ইসলাম ও ছাত্রশিবির, বিএনপির অঙ্গ সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পতেঙ্গা নাগরিক পরিষদ, পতেঙ্গা থানা জিয়া মঞ্চ, মুসলিমাবাদ সমাজিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা ফুটপাত দখলমুক্ত করার অভিযানে অংশ নেয়।

প্রথম দিনে অবৈধ ভাসমান দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

এদিকে কাটগড় মোড়ে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান কাটগড় ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন।

তিনি আরও বলেন, কাটগড় মোড়ে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসক, সিএমপির পুলিশ প্রশাসন, সিডিএ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm