‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে চট্টগ্রামে দু’দিনের রোডম্যাপ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাধারণ মানুষের জুলাই নিয়ে ভাবনা শুনতে এই আয়োজন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের ৬৪টি জেলায় এ কর্মসূচি পালন করছে দলটি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে ৪টায় পথযাত্রা কর্মসূচির রোডম্যাপ নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।
এসময় চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো জুলাই সনদ আমরা পাইনি। আমরা ৬৪ জেলায় মানুষের কাছে যাব। ৬৪ জেলার মানুষের জুলাই নিয়ে তাদের মনে কথা শুনবো, আমাদের কথা তাদের শোনাবো। সেই ভাষাটাকে অনুবাদ করে সেগুলো সরকারের কাছে পৌঁছে দেবো, কেন জুলাই সনদ প্রয়োজন দেশ গঠন করতে। আমাদের সারা বাংলাদেশে জুলাই পথযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী ১৬ জুলাই গোপালগঞ্জে আমাদের কর্মসূচি ছিল। আপনারা জানেন, একটা নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর কিভাবে হামলা করেছে। এটার দায় সরকার এরাতে পারে না। এ সরকারের ব্যর্থতা এত বেশি চোখে লাগছে, আমাদের গণঅভ্যুত্থান ফসলটা কাদের হাতে তুলে দিয়েছি—এটা নিয়ে আমরা নিজেরাই এখন চিন্তিত। এটার ফসল আমরা ঘরে তুলতে পাচ্ছি কিনা, এটা নিয়ে আবারও আমরা চিন্তা করব। একইসঙ্গে জুলাই পথযাত্রার কর্মসূচি পালন করব।
তিনি বলেন, চট্টগ্রামে ১৯ জুলাই সকালে কক্সবাজার থেকে জুলাই পথযাত্রা শুরু হবে। বিকালে বান্দরবান সদরে কর্মসূচি পালন করে চট্টগ্রাম শহরে ফিরে আসবে দলটি। পরের দিন ২০ জুলাই সকালে রাঙামাটির পথযাত্রা কর্মসূচি শেষে বিকালে শেষে দিকে আবারও চট্টগ্রাম শহরে পথযাত্রার কর্মসূচি পালন করবে।
এ সময় দলটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার পরে সবচেয়ে বেশি ভূমিকা রাখে চট্টগ্রাম। আমরা বিশ্বাস করি, উত্তরবঙ্গে যে পরিমাণ মানুষের সমাগম হয়েছে, তারচেয়ে বেশি চট্টগ্রামের মানুষ আমাদের এ কর্মসূচিতে অংশ করবে।
তিনি আরও বলেন, খুব তাড়াতাড়ি আমাদের চট্টগ্রাম মহানগরে সমন্বয়ক কমিটি হবে। এর আগে এনসিপির নাম কেউ যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অনৈতিক সুবিধা দাবি করে। তাহলে তাদের বিরুদ্ধে আপনারা নিউজ করবেন এবং একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান করবো, আপনারা তার সত্যতা যাচাই-বাছাই করে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করবেন।
চট্টগ্রামে জুলাই পথযাত্রা কর্মসূচিতে এতে অংশ নিবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ সংগঠনটি অন্যান্য নেতৃবৃন্দরা। এছাড়া চট্টগ্রামে দায়িত্ব প্রাপ্ত জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দও এতে উপস্থিত থাকবেন।
আরএ/ডিজে