কক্সবাজারের উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি তাজা কার্তুজ, ২টি ছুরি, ১টি মোটরসাইকেল, ২টি দামদা ও ১টি এসএস স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—মো. আয়াস (২১)ও কফিল উদ্দিন (২৮)। তাদের কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে উখিয়ার কুতুপালং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷
জানা গেছে, উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালের দক্ষিণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ব্রিজের ওপর একটি ডাকাত দল অবস্থান নেয়। এমন সময় উখিয়া থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে আরও ১০-১২ জন ডাকাত পালিয়ে যায়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ডিজে